IQNA

উর্দু ভাষায় ‘ইতিহাসের আরশিতে মুহাম্মাদ (সা.)’ বই অনুবাদ হয়েছে

20:32 - June 13, 2012
সংবাদ: 2346314
শিল্প ও সংস্কৃতি বিভাগ: ইংরেজি ভাষা থেকে উর্দু ভাষায় অনুবাদকৃত ‘ইতিহাসের আরশিতে মুহাম্মাদ (সা.)’ বইটি ৭ই জুনে, পাকিস্তানে প্রকাশিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ সৈয়দ মুয়িনুল হক, হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনীর উপর ‘Muhmmad Life And Time’ বইটি ইংরেজি ভাষায় লিখেন।
৩১ টি অনুচ্ছেদ বিশিষ্ট এই বইটি ইংরেজি ভাষায় সর্বপ্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে, এই বইটি ব্যাপক সারা পাওয়ার পর পাকিস্তানের গবেষক ‘রাফিয়ুজ জামান জাবিরি’ উর্দু ভাষায় অনুবাদ করেন।
উল্লেখ্য যে, এই বইটির লেখন ‘সৈয়দ মুয়িনুল হক’ করাচী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। তিনি ১৩৭৭ সালে মৃত্যু বরণ করেন এবং এই বইটি তাঁর লিখিত শেষ বই ছিল, যা পরবর্তীতে ‘রাফিয়ুজ জামান জাবিরি’ কর্তৃক উর্দু ভাষায় অনুবাদ হয়েছে।
1025956#
captcha