IQNA

থাইল্যান্ডে ইসলামী ফিল্ম ‘মা’ প্রকাশিত হয়েছে

10:09 - June 16, 2012
সংবাদ: 2347416
সংস্কৃতি ও শিল্প বিভাগ: থাইল্যান্ড ইসলামী ব্যাংকের পক্ষ থেকে থাই ভাষায় তৈরি ইসলামী ফিল্ম ‘মা’ ১০ই জুনে, এদেশের বিভিন্ন শহরে নাগরিকদের জন্য উপস্থাপন করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কোরআন ও আহকাম শিক্ষার উপর ভিত্তি করে থাইল্যান্ডের ইসলামী পরিবারের কাহিনীর সমন্বয়ে ‘মা’ ফিল্মটি তৈরি করা হয়েছে।
উক্ত ফিল্মটিতে ইসলামী মূল্যবোধ ছাড়াও পিতা-মাতার প্রতি সম্মান এবং সামাজিক ও ব্যক্তিগত অধিকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এই ফিল্মটি থাইল্যান্ড ইসলামী ব্যাংক কর্তৃক তৈরি করা হয়েছে এবং সিডি ফরম্যাটে সরবরাহ করা হয়েছে। উক্ত ফিল্মের প্রযোজক বিশ্বাস করেন, জনগণের মধ্যে ইসলামিক আইন, অন্যান্য মাধ্যমের তুলনা চলচ্চিত্র মাধ্যম সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে।
1026581#
captcha