IQNA

ঈদে মাবআ’স ও ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী পালন করবে ফিনল্যান্ডের শিয়ারা

13:22 - June 18, 2012
সংবাদ: 2349124
সাংস্কৃতিক বিভাগ : রেসালাতে আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগ ও সহযোগিতায় ফিনল্যান্ডের শিয়ারা ঈদে মাবআ’স এবং ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী পালন করবে। এ অনুষ্ঠানে বিশিষ্ট ইরানি চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ওযাল মুসলিমীন নাকাভিয়ান উপস্থিত থাকবেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রেসালাতে আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে।
মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস এবং সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে ফাতেমা যাহরা (সা. আ.) মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম নাকাভিয়ান বক্তব্য রাখবেন।
বলাবাহুল্য, ফিনল্যান্ডের রেসালাতে আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রটি ফিনল্যান্ডের শিয়াদের একমাত্র প্রতিষ্ঠিত কেন্দ্র। এ কেন্দ্রের উদ্যোগে গত বছর হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে এ দেশের শিয়াদের সর্বপ্রথম মসজিদটি এদেশের হেলসিঙ্কি শহরে উদ্বোধন করা হয়।#1029313
captcha