IQNA

মাদিনায় দোয়া কুমাইলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

12:14 - June 23, 2012
সংবাদ: 2352245
আন্তর্জাতিক বিভাগ: আধ্যাত্মিক সমারোহে দোয়া কুমাইলের অনুষ্ঠান ২২শে জুনে ইরানী কুরআনিক কর্মীদের উপস্থিতিতে মদিনায় ‘মোবারক আল যাহাবী’ হোটেলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই আধ্যাত্মিক অনুষ্ঠানের প্রারম্ভে ইরানী বিশিষ্ট ক্বারি ও মাহদি ইন্সটিটিউটের পরিচালক ‘মুজতাবা সায়িদী, পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অতঃপর কুদরাতুল্লাহ কামরানি দোয়া কুমাইল পাঠ করেন।
দোয়ার অনুষ্ঠানে, কুরআনিক কর্মীদের এই কাফেলার সকল কর্মী, ইরানী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী, প্রশিক্ষক, কুরআনিক সংস্থার প্রধান সহ কিছু ইরানী অধিবাসীদের উপস্থিতিতে আধ্যাত্মিক পরিবেশে দোয়া কুমাইল পাঠ করা হয়।
এছাড়াও ২১শে জুনে সকালে, মদিনায় ‘মোবারক আল যাহাবী’ হোটেলের কুরআনিক কর্মীদের উপস্থিতিতে দোয়ায়ে ‘নুতবা’ পাঠ করা হয়।
1035244#
captcha