বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ পত্রিকার নবম সংখ্যায় পবিত্র শা’বান ও রমজান মাস উপলক্ষে বিভিন্ন লেখা স্থান পেয়েছে। পত্রিকাটি মধ্য এশিয়া ও কাযাকিস্তানের মুসলমানদের সমস্যা সমাধানকারী পরিষদের সাবেক মুফতি শেইখ মুহাম্মাদ সাদেক মুহাম্মাদ ইউসুফের উদ্যোগে ছাপা হয়েছে।
শা’বান মাসের ফজিলত, রমজান মাসের ফজিলত, প্রশংসা এবং অহংকার হতে বিরত থাকা, মহান আল্লাহর প্রতি ঈমান আনা, পরকাল ও হিসাবের দিনের প্রতি বিশ্বাস পোষণ করা, যাকাত প্রদান না করার পরিণাম, নামায আদায়ের নিয়ম এবং ইসলামি ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা এতে স্থান পেয়েছে।# 1049451