IQNA

ইংরেজী ভাষায় প্রকাশিত মাসিক ‘যামযামে’র ১২৮তম সংখ্যা প্রকাশিত

23:14 - July 11, 2012
সংবাদ: 2366580
সাংস্কৃতিক বিভাগ : ইংরেজী ভাষায় প্রকাশিত মাসিক যামযামে’র ১২৮তম সংখ্যা, ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সাথে সম্পৃক্ত ইসলামিক থট ফাউন্ডেশের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থায় নিযুক্ত ইকনা প্রতিবেদকের রিপোর্ট : যামযামে’র এবার সংখ্যার মলাটে ফিলিস্তিনী শিশুদের ছবি প্রকাশিত হয়েছে।
ইমাম খোমেনী (রহ.), চিরস্মরণীয় এক ব্যক্তিত্বের নাম, ইসলাম ধর্মে বীরত্বের আদর্শ, সর্বশেষ ইমাম (আ. ফা.) এর জন্মসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লেখা এবারের সংখ্যায় স্থান পেয়েছে।#1050240
captcha