IQNA

কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে পুড়িয়ে হত্যা

8:19 - December 23, 2012
সংবাদ: 2468265
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীতা গ্রামের একটি থানায় ঢুকে কোরান অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ক্ষুব্ধ গ্রামবাসীরা।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ওসমান গনি জানান, শুক্রবার গ্রামবাসী ওই ব্যক্তিকে বেধড়ক পেটানোর পর পুলিশের হাতে সোপর্দ করে। এর কয়েক ঘণ্টা পরই বিক্ষুব্ধ প্রায় ২শ’ গ্রামবাসী থানায় চড়াও হয়ে তাকে টেনেহিচড়ে বাইরে নিয়ে এসে গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন গনি।
নিহত ব্যক্তি একজন পর্যটক। বৃহস্পতিবার রাতে তিনি ওই গ্রামের মসজিদে আশ্রয় নিয়েছিলেন বলে জানায় গ্রামবাসী। পরদিন সকালে মসজিদে কোরআনের পুড়ে যাওয়া অবশিষ্টাংশ পাওয়া যায়। সীতা গ্রামের মসজিদের ইমাম মৌলভী মেমন বলেন, মসজিদে রাতে সে একাই ছিল।#
captcha