IQNA

আফগান মহিলা পুলিশের গুলিতে মার্কিন উপদেষ্টা নিহত

23:22 - December 24, 2012
সংবাদ: 2469601
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ (সোমবার) মহিলা পুলিশের গুলিতে এক মার্কিন সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। কাবুলের পুলিশের উপ-প্রধান মোহাম্মদ দাউদ আমিন বলেছেন, ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অপর একজন আফগান কর্মকর্তা বলেছেন, পুলিশের প্রধান কার্যালয়ের ভেতরে একজন মহিলা আফগান পুলিশ ওই মার্কিন সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়। এটিই সম্ভবত বিদেশি বাহিনীর সদস্যদের ওপর কোন আফগান মহিলার গুলি বর্ষণ।
গত সেপ্টেম্বরের পর এই প্রথম আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে বিদেশি সেনা কর্মকর্তা নিহত হলো। গত সেপ্টেম্বরে মাত্র কয়েক দিনের ব্যবধানে এ ধরনের হামলায় অন্তত ৮ ন্যাটো সেনা প্রাণ হারিয়েছিল। চলতি বছর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় অন্তত ৫৩ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছে।
বিদেশি সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলাকে 'গ্রিন অন ব্লু' নামে অভিহিত করা হয়। গত কয়েক মাসে দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে।
বিদেশি সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় শত শত আফগান সেনাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে আরো বহু সেনাকে।
এর আগে, বিদেশি সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত করেছে আমেরিকা।
বিশ্লেষকরা মনে করেন, দেশটিতে গত এক দশকেরও বেশি সময় ধরে বিদেশি সেনাদের হত্যা-নির্যাতনের কারণে আফগান জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছে। এ কারণে আফগান পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র ঘুরিয়ে ধরতে শুরু করেছেন এবং সুযোগ পাওয়া মাত্র বিদেশি সেনাদের ওপর হামলা করছেন।#তেহরান রেডিও

captcha