IQNA

মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান; থাই মুসলমান

12:49 - April 14, 2013
সংবাদ: 2518759
সামাজিক বিভাগ: মিয়ানমারে মুসলমানদের সমর্থন এবং এদেশের মুসলিম হত্যার প্রতিবাদে থাইল্যান্ডের মুসলমানেরা এদেশে অবস্থিত মিয়ানমার দূতাবাসে শতাধিক চিঠি পাঠিয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি এবং সরকার ও সংগঠিত দল কর্তৃক এদের মুসলমানদের গণহত্যা প্রতিবাদে থাই মুসলমানেরা প্রতিবাদ করেছে। থাই মুসলমানেরা প্রতিবাদের মাধ্যমে অবিলম্বে মিয়ানমারে মুসলমানদের গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।

এছাড়াও থাই মুসলমানেরা এদেশে অবস্থিত মিয়ানমার দূতাবাস এবং জাতিসংঘের সামনে মিয়ানমারে নৃশংসভাবে মুসলিম হত্যার বিভিন্ন ছবি নিয়ে প্রতিবাদ করেছে এবং মিয়ানমার সরকার ও মানবাধিকার সংস্থার নিকট গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন।
1210898
captcha