IQNA

আমহারিক ভাষায় ইমাম সাজ্জাদ (আ.) এর ‘রেসালাতুল হুকুক’ গ্রন্থ অনূদিত

12:54 - April 18, 2013
সংবাদ: 2520678
সাংস্কৃতিক বিভাগ : আদ্দিস আবাবা’য় অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইমাম সাজ্জাদ (আ.) এর প্রসিদ্ধ রেসালাতুল হুকুক গ্রন্থ আমহারিক ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইথোপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক প্রতিনিধি মহানবী (স.) এর আহলে বাইত (আ.) এর শিক্ষা ও সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় মূল্যবান এ গ্রন্থ প্রকাশ করেছে।
বলাবাহুল্য, মানুষের ইবাদত, ব্যক্তিগত ও সামাজ সংক্রান্ত বিভিন্ন অধিকারের বিষয়ে এতে আলোকপাত করা হয়েছে, এমনকি অমুসলিমদের অধিকারের বিষয়েও এতে আলোচনা করা হয়েছে। যেহেতু ইথোপিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অমুসলিমদের দ্বারা গঠিত তাই এ গ্রন্থটি অন্যান্য ধর্মের পাশে মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।#1213859
captcha