IQNA

‘হজ্ব সফরের শিষ্টাচার’ গ্রন্থ রাশিয়ান ভাষায় অনুবাদ

17:16 - April 23, 2013
সংবাদ: 2523218
আন্তর্জাতিক বিভাগ: মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা ‘সাইয়্যেদ আলী খামেনেয়ী’র প্রতিনিধি এবং ইরানী হজ্ব কমিটির প্রধান ‘সাইয়্যেদ আলী কাজী আসকারী’র লিখিত ‘হজ্ব সফরের শিষ্টাচার’ বইটি মস্কোয় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে রাশিয়ান ভাষায় অনুবাদ হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হজ্ব বিষয়ক উক্ত গ্রন্থটিতে হজ্বের নিয়ত থেকে শুরু করে হজ্ব প্রস্তুতি, শিষ্টাচার, হজ্বের শর্ত এবং এই আধ্যাত্মিক যাত্রার বিভিন্ন সুবিধা সমূহ উল্লেখ করা হয়েছে এবং রাশিয়ান মুসলমানদের সুবিধার জন্য এই বইটি রাশিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছে।

উল্লেখ্য যে, রাশিয়া থেকে প্রতি বছর প্রায় ২০ হাজার হাজি হজ্ব যিয়ারতে মক্কায় যান এবং এই বইটি এসকল হাজীর জন্য অত্যন্ত উপকারী আসবে।
1216167
captcha