বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিল স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। এতে শেইখ ইমরান আব্দুল হুসাইন ও শেইখ মাসউদ মাবারুশিমানা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনীর বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রুয়ান্ডার মুসলমানদের প্রতি বিশেষ ভাবে শিয়া ও আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি আহবান জানানো হয়েছে।#1217490