IQNA

দাগেস্তানে ‘ইসলাম ও যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

7:54 - April 29, 2013
সংবাদ: 2525428
সাংস্কৃতিক বিভাগ : ‘ইসলাম ও যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভা গত শনিবার -২৭শে এপ্রিল- দাগেস্তানের Isberbasch শহরের সরকারী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : দাগেস্তানের মুসলমানদের ধর্মীয় প্রশাসন বিভাগের জনসংযোগ বিভাগ জানিয়েছে : এ আলোচনা সভায় ওলামা, চিন্তাবিদ, ঐতিহাসিক, সাংবাদিক, শিক্ষক ও বিশেষজ্ঞ মণ্ডলীসহ দাগেস্তান সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্মের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করতে ও ধর্মীয় নির্দেশাবলী পালনার্থে তাদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ আলোচনা সভায় ‘বিগত বছরগুলির চেয়ে সম্প্রতি বছরগুলিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়’, ‘যুবকদেরকে ইসলামি শিক্ষা প্রদানের বিশেষ ব্যবস্থা’, ‘মুসলিম যুবকদের সম্মুখে বিদ্যামান বিভিন্ন সমস্যার সমাধান’ এবং ‘তাদের মাঝে উগ্রতাবাদী চিন্তাধারার অনুপ্রবেশ রোধ’ ইত্যাদি বিষয়ে পর্যালোচিত হয়েছে।#1219033
captcha