ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সেমিনারে বসনিয়ার সক্রিয় নারী কর্মী এবং এদেশের বিভিন্ন নারী সংগঠনের সভাপতি মহোদয়গণ অংশগ্রহণ করবেন।
এক দিনের এই শীর্ষ সম্মেলনে অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়া থেকে আগত অতিথি মহোদয় ইসলামে নারীর মর্যাদার আলোকে লিখিত নিজেদের প্রবন্ধ সমূহ উপস্থাপন করবেন এবং বর্তমানে নারীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সম্মেলন ৭ম মে, সারাইউ হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।
1220685