IQNA

বসনিয়ায় ‘আমাদের মধ্যে হযরত ফাতিমা (সা. আ.)’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

22:35 - May 06, 2013
সংবাদ: 2529470
চিন্তা বিভাগ: বসনিয়ার সারাইউ শহরে ‘মোল্লা সাদরা’ ইন্সটিটিউটের পক্ষ থেকে হযরত মুহাম্মাদ (সা.) এর প্রাণপ্রিয় কন্যা ফাতিমা যাহরা (সা.আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ‘আমাদের মধ্যে হযরত ফাতিমা (সা. আ.)’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সেমিনারে বসনিয়ার সক্রিয় নারী কর্মী এবং এদেশের বিভিন্ন নারী সংগঠনের সভাপতি মহোদয়গণ অংশগ্রহণ করবেন।

এক দিনের এই শীর্ষ সম্মেলনে অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়া থেকে আগত অতিথি মহোদয় ইসলামে নারীর মর্যাদার আলোকে লিখিত নিজেদের প্রবন্ধ সমূহ উপস্থাপন করবেন এবং বর্তমানে নারীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সম্মেলন ৭ম মে, সারাইউ হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।
1220685

captcha