IQNA

‘কালেমায়ে তাইয়্যিবাহ’ ই-পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত

9:33 - May 08, 2013
সংবাদ: 2530183
সাংস্কৃতিক বিভাগ : ‘কালেমায়ে তাইয়্যিবাহ’ ই-পত্রিকার প্রথম সংখ্যা ইউরোপে ফার্সি ভাষাভাষি মুসলিম স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলিম স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ইউরোপের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে এবং নিজেদের ধর্মীয় স্বকীয়তা রক্ষার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, পত্রিকাটি পাক্ষিক এবং দুই সপ্তাহ পরপর এর নতুন সংখ্যা পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হবে।#1223631
captcha