কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী সংস্কৃতি ও নারী এবং পরিবার অর্গানাইজেশনের মহা পরিচালক ‘সিদ্দিকা হেজাজী’ ইসলামী জাগরণে নারীর ভূমিকার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এছাড়াও উক্ত শীর্ষ বৈঠকে এলমি মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘মারিয়াম জারিয়ই একদাম’ তার নিজ বক্তৃতায় ইসলামী জাগরণে নারীদের লক্ষ্যের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
উক্ত সম্মেলন, গ্রন্থ মেলার অডিটোরিয়ামে ৮ম মে স্থানীয় সময় ৩টা থেকে ৫টা পর্যন্ত অব্যাহত ছিল।
1224696