IQNA

ফিলাডেলফিয়ায় হিজাব ও ইসলামী পোশাক প্রদর্শনী

23:56 - May 11, 2013
সংবাদ: 2531781
আন্তর্জাতিক বিভাগ: মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুসলিম ঐক্য মসজিদের প্রচেষ্টায় হিজাব ও ইসলামী পোশাকের নতুন মডেলের সমন্বয়ে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘NBC Philadelphia’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী ১১ই মে’তে স্থানীয় সময় সকাল ১১ ঘটিকায় ফিলাডেলফিয়ার ‘হিলটন’ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

পোশাক ডিজাইনারের এক দল হিজাব এবং ইসলামী পোশাকের সর্বশেষ মডেলগুলো মুসলিম নারীদের জন্য উক্ত প্রদর্শনীতে উপস্থাপন করেন।

ফিলাডেলফিয়ায় ইসলামী ফ্যাশন সপ্তাহ উপলক্ষে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই বছর উক্ত প্রদর্শনীর পনের তম বার্ষিকী।
1225977

captcha