‘NBC Philadelphia’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী ১১ই মে’তে স্থানীয় সময় সকাল ১১ ঘটিকায় ফিলাডেলফিয়ার ‘হিলটন’ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পোশাক ডিজাইনারের এক দল হিজাব এবং ইসলামী পোশাকের সর্বশেষ মডেলগুলো মুসলিম নারীদের জন্য উক্ত প্রদর্শনীতে উপস্থাপন করেন।
ফিলাডেলফিয়ায় ইসলামী ফ্যাশন সপ্তাহ উপলক্ষে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই বছর উক্ত প্রদর্শনীর পনের তম বার্ষিকী।
1225977