‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আল্লাহর পথ’ নামক এই প্রদর্শনী হাসান পাশা মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রদর্শনীতে ওসমানী যুগ এবং সপ্তম শতাব্দীর ঐতিহাসিক শিল্প সমূহ উপস্থাপন করা হয়েছে।
এই প্রদর্শনীতে হাঙ্গেরির বিশিষ্ট শিল্পী -নামাজ, রোজা, হজ্ব, যাকাত এবং জিহাদ- খোশনবিশই করে দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছেন।
দর্শনার্থীদের প্রভাবিত করার জন্য এই মসজিদে পাঁচ কোণা বিশিষ্ট একটি পিলারে আয়নার উপর খোশনবিশই করা হয়েছে।
হাসান পাশা মসজিদ এখন প্রদর্শনী এবং জামাত সহকারে নামাজ পড়া হচ্ছে।
1228326