IQNA

চেচেনে ‘সন্ধির ধর্ম ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

14:11 - May 19, 2013
সংবাদ: 2535588
সাংস্কৃতিক বিভাগ : ‘সন্ধির ধর্ম ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৬শে মে রোববার চেচেনের রাজধানী গ্রোজনী’তে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলমানদের ধর্মীয় প্রশাসন বিষয়ক সংস্থা গত বৃহস্পতিবার এ কথা ঘোষণা করে জানিয়েছে যে, আন্তর্জাতিক এ সম্মেলন চেচেনের প্রথম প্রেসিডেন্ট ‘আহমাদ হাজ্বী কাদেরোভে’র স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভা আয়োজন সংক্রান্ত সকল সিদ্ধান্ত পরিষদের পরবর্তী সভায় গৃহীত হবে।
উল্লেখ্য, ‘সন্ধির ধর্ম’ ইসলাম শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন দুইদিন ব্যাপী বিশ্বের ৩০টির অধিক দেশের উলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রতিনিধিদের উপস্থিতিতে চেচেনের রাজধানী গ্রোজনীতে অনুষ্ঠিত হবে।#1229356
captcha