IQNA

কাবুলে বিশেষ প্রতিযোগিতার আয়োজন

6:06 - May 23, 2013
সংবাদ: 2537617
সাংস্কৃতিক বিভাগ : হযরত ইমাম খোমেনী (রহ.) এর ২৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশেষ এ গ্রন্থ পাঠ প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার -২৩শে মে- ‘হযরত আলী ইবনে আবি তালিব (আ.)’ এর জন্মবার্ষিকীর সমসময়ে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা কাবুলের তিবইয়ান সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
অংশগ্রহণে ইচ্ছুকগণ প্রতিযোগিতা সংশ্লিষ্ট গ্রন্থ সংগ্রহ ও অধ্যয়নের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বলাবাহুল্য, প্রতিযোগিতা স্থানীয় সময় দুপুর ২ টায় কাবুলের বাকিয়াতুল্লাহিল আযাম ইমামবাড়ীতে অনুষ্ঠিত হবে এবং ১ থেকে ১০ম স্থানের অধিকারী প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হবে।#1231699
captcha