ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘M Plus’ রেডিও নেটওয়ার্ক, ‘মিনারাহ’ স্টুডিওর সহযোগিতায় ইউক্রেন মুসলিম প্রশাসনের উদ্যোগে ১ম জুলাই উদ্বোধন করা হয়েছে।
ইসলামিক রেডিও ‘M Plus’এর অধিকাংশ অনুষ্ঠান ইসলাম এবং কোরআন বিষয়ক এবং আপাতত এই রেডিও নেটওয়ার্কের সকল কর্মসূচী ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য যে, ভবিষ্যতে ইসলামিক রেডিওর সকল অনুষ্ঠান রেডিও তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করা হবে।
1252101