সামাজিক বিভাগ: বিশ্বের বিভিন্ন ইসলামী দেশের মত আজ বাংলাদেশে পবিত্র মাহে রামাযান শুরু হচ্ছে। দীর্ঘ ১১ মাস পর আবারো রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে বিশ্বে শান্তি-সম্প্রীত ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় এসেছে রমাযান মাস।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চাঁদ দেখা কমিটি জানিয়েছে ১১ জুলাই থেকে বাংলাদেশ রোজা শুরু হচ্ছে।
আরবি ১২ মাসের নবম এই মাসটি, শুরু হলেই বিশ্বের সব প্রান্তের মুসলমান দিনে সাওম বা রোযা পালন করেন।
দেশের মসজিদ এবং ইসলামিক কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন চ্যানেলও এদেশের মুসলিম প্রিয় জনতাদের জন্য বিশেষ প্রোগ্রাম সম্প্রচার করবে।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং বাংলাদেশে প্রায় ৯২ শতাংশ অধিবাসী মুসলমান।
1255797