IQNA

আলে-সৌদ সরকারের তীব্র সমালোচনা করে সর্বোচ্চ নেতা;

নিঃসন্দেহে খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি রাজনীতিবিদরা রক্ষা পাবে না

16:04 - January 03, 2016
সংবাদ: 2600037
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সৌদি সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: “নিঃসন্দেহে শীঘ্রই এই মজলুম শহীদের রক্তের প্রভাব দেখা যাবে এবং খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি রাজনীতিবিদরা রক্ষা পাবে না”।

আন্তর্জাতিক ডেস্ক: আলে-সৌদ সরকারের সমালোচনা করার দায়ে গতকাল (২য় জানুয়ারি) শিরশ্ছেদ করে শেখ নিমরকে হত্যা করা হয়। আর এর প্রতিবাদে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সৌদি সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ ৩য় জানুয়ারি ফিকাহ শাস্ত্রের ক্লাস গ্রহণের সময় সর্বোচ্চ নেতা এই ভয়াবহ অপরাধের পাশাপাশি বাহরাইন ও ইয়েমেনে সৌদি সরকারের বর্বরোচিত হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিঃসন্দেহে খুব শিগগিরই এই মজলুম শহীদের রক্তের প্রভাব দেখা যাবে এবং খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি রাজনীতিবিদরা রক্ষা পাবে না।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এই মজলুম আলেম কখনো সৌদি সরকারের বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র করেননি এবং জনগণকেও সশস্ত্র সংগ্রামের দিকে আহ্বান জানাননি। তিনি সৌদি সরকারের সমালোচনা করতেন শুধু ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য অর্থাৎ সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার জন্য।

ইরানের সর্বোচ্চ নেতা গলা কেটে শেখ নিমরের হত্যাকাণ্ডকে সৌদি সরকারের রাজনৈতিক অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মহান আল্লাহ নিরপরাধ ব্যক্তিদের রক্ত ঝরানো পছন্দ করেন না; কাজেই খুব শিগগিরই শেখ নিমরের হত্যাকারীরা খোদায়ী প্রতিশোধের শিকার হবে। তিনি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বাক স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের কথিত ধ্বজাধারীদের নীরবতার কঠোর সমালোচনা করে বলেন, মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বের উচিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এগিয়ে আসা।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন: নিঃসন্দেহে মহান আল্লাহর অনুগ্রহ শহিদ নিমরের ওপর বর্ষিত হবে এবং অতি শীঘ্রই এই মজলুম শহীদের রক্তের প্রভাব সৌদি সরকার দেখতে পাবে এবং খোদায়ী প্রতিশোধের হাত থেকে সৌদি রাজনীতিবিদরা রক্ষা পাবে না।


captcha