IQNA

‘লুহিয়া’ ভাষায় অনুবাদ হবে পবিত্র কুরআন শরিফ

14:33 - April 06, 2016
সংবাদ: 2600565
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন শরিফ নিজেরদের ভাষায় বোঝার সুবিধার্থে কেনিয়ার ৫ জন আলেম একত্রিত হয়ে ‘লুহিয়া’ ভাষায় কুরআন অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার আলেম হারুন মুসা, রমজান সাবু, রমজান নাদজা, ইসমাইল ওরাহ ও ইউসুফ মালালা একত্রিত হয়ে লুহিয়া ভাষায় কুরআন অনুবাদ করবেন।
হারুন মুসা ‘লুহিয়া’ ভাষায় কুরআন অনুবাদের পরিকল্পনা গ্রহণ করেন। সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের পক্ষপাতিত্ব হওয়ার সন্দেহে ২০১৪ সালে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুসল বলেন: আমি ধারণা করছি ইসলাম ধর্মকে সঠিক ভাবে চেনার জন্য কোন প্রতিবন্ধকতা কাজ করছে। সাধারণ জনগণ ইসলাম ধর্মকে সম্পূর্ণ রূপে বুঝতে পারে না। এর অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাধারণ জনগণ আরবি ভাষায় পবিত্র কুরআন তিলাওয়াত করে এবং এই ঐশী গ্রন্থের অর্থ ততটা বোঝে না। আর এজন্যই আমাদের মাতৃ ভাষায় এ গ্রন্থটি অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেনিয়ার মুমিয়াস শহরের জামে মসজিদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লুহিয়া ভাষায় কুরআন অনুবাদের কাজ শুরু করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুমিয়াস শহরের অধিকাংশ মুসলমান উপস্থিত ছিলেন। আরবি ভাষার সাথে কেনিয়ার মুসলমানরা পরিচিত না হওয়ার কারণে তারা পবিত্র কুরআনের অর্থ সঠিক ভাবে বুধতে পারে না এবং লুহিয়া ভাষায় কুরআন অনুবাদের জন্য তার সন্তুষ্টি প্রকাশ করেছে।
iqna


captcha