IQNA

কুয়েতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

23:49 - April 11, 2016
সংবাদ: 2600595
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আওকাফ উপমন্ত্রী জানিয়েছেন, ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৫৫টিরও অধিক দেশ অংশগ্রহণ করবে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (১০ম এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কুয়েতের আওকাফ উপমন্ত্রী এবং "কুয়েত অ্যাওয়ার্ড" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সুপ্রিম কমিটির চেয়ারম্যান ‘ফরিদ আসাদ আম্মাদি’ জানিয়েছেন, হেফজ, তিলাওয়াত ও তাজভিদ বিভাগে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৫৫টিরও অধিক দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলন "ক্রাউন প্লাজা" হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতাও একই হোটেলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নির্বাহী কমিটির চেয়ারম্যান ইউসুফ বুগেইছ, নির্বাহী কমিটির সদস্য নাসির আল কান্দি এবং তথ্য কমিটির সভাপতি ফাহাদ আল জানফাভী সহ প্রতিযোগিতার আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদ আসাদ আম্মাদি প্রতিযোগিতার আয়োজক কমিটির কর্মতৎপরতা এবং ন্যায্য বিচারকদের নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
বলাবাহুল্য, হেফজ, তিলাওয়াত ও তাজভিদ বিভাগে "কুয়েত অ্যাওয়ার্ড" শিরোনামে ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হবে এবং একাধারে ২০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। কুয়েতের বাদশাহ "সাবাহ আহমেদ জাবের সাবাহ" প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করবেন।
৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের তারবিয শহরের মুহাম্মাদ মাহমুদি এবং গিলান শহর থেকে সাইয়্যেদ ইব্রাহীম ফালাহ তাবাস্সুম পর্যায়ক্রমে হেফজ ও তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করবেন। ইরানের এই দুই প্রতিনিধি আগামীকাল (১২ই এপ্রিল) কুয়েতে উদ্দেশ্য সফর করবেন।
iqna


captcha