IQNA

ইরাকের রাজনৈতিক দলগুলোর প্রতি আয়াতুল্লাহ সিস্তানির হুশিয়ারি

14:12 - May 05, 2016
সংবাদ: 2600721
আন্তর্জাতিক ডেস্ক: শিয়া বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানি ইরাকের চলমান সংকট ও পরিস্থিতির সমাধানের জন্য রাজনৈতিক দলসমূহকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সিস্তানির দফতর এক বিবৃতিতে জানিয়েছে: আয়াতুল্লাহ সিস্তানি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সাক্ষাত করেন নি এবং কাউকেই কোন পদের জন্য প্রস্তাব দেন নি।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে: আয়াতুল্লাহ সিস্তানি দেশের পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন এবং চলমান পরিস্থিতির জন্য একদল সুবিধাবাদী চক্র দায়ী। কেননা তারা খেদমতের মাধ্যমে জনগণের সেবা না করে অন্য পথে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে।
এই বিবৃতিতে বলা হয়েছে: আয়াতুল্লাহ সিস্তানি ইরাকের সকল রাজনৈতিক দলগুলোকে দেশের নানাবিধ সমস্যা সমাধানের জন্য সঠিক পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি পরস্পরকে দোষারোপ না করে গঠনমূলক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, কয়েকমাস ধরে ইরাক সরকার সংস্কারের নামে মন্ত্রীদের রদবদল করছেন আর এই কারণে সেখানে দারুণ উত্তেজনা বিরাজ করছে।
iqna


captcha