IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করলেন চীনের রাষ্ট্রদূত +ছবি

23:53 - May 09, 2016
সংবাদ: 2600747
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে চীনের নতুন রাষ্ট্রদূত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে রাজধানী বাগদাদে চীনের নতুন রাষ্ট্রদূত 'চেন  ভিচিঙ্গ' নাজাফ শহর ভ্রমণ করেছেন। পবিত্র নগরী নাজাফ ভ্রমণকালে তিনি ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারও জিয়ারত করেছেন।
ইমাম আলী (আ.)এর মাযারের ইনফরমেশন বিভাগের সাথে এক সাক্ষাতকারে 'চেন ভিচিঙ্গ' বলেন: "ইমাম আলী (আ.)এর মাযারে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা (চীনের নাগরিকগণ) ইরাকি জনগণদেরকে বিশেষ সম্মান কারি
তিনি আরও বলেন: চীনে প্রায় ২ কোটি ৩ লাখ মুসলিম অধিবাসী রয়েছে।  দেশ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। আমর পার্শ্ববর্তী দেশ এবং আরবী দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারি।
চীনের রাষ্ট্রদূত বলেন: আমার দায়িত্ব হচ্ছে ইরাক ও চীনে মধ্যে সুসম্পর্ক গঠন করা। ইরাক ও চীনের মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে এই দুই দেশের সভ্যতাকে আরও নিবিড় করতে পারি এবং এই দুই দেশের সম্পর্ক দৃঢ় করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

iqna

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করলেন চীনের রাষ্ট্রদূত +ছবি


ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করলেন চীনের রাষ্ট্রদূত +ছবি

ট্যাগ্সসমূহ: ইমাম ، আলী ، ইরাকে ، বাগদাদে
captcha