IQNA

ইমাম মাহদী(আ.) হযরত আব্বাসের মত সাহায্যকারী চান

12:39 - May 12, 2016
সংবাদ: 2600763
হযরত আবুল ফজল আব্বাস (আলাইসাল্লাম) ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)'র পুত্র তথা হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.)'র সত ভাই। ২৬ হিজরির এই দিনে তথা চতুর্থ শা'বান জন্মগ্রহণ করেছিলেন ইতিহাসের এই অনন্য ব্যক্তিত্ব। অনেক মহত গুণের অধিকারী ছিলেন বলে তাঁকে বলা হত আবুল ফজল তথা গুণের আধার।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অতি উচ্চ পর্যায়ের পৌরুষত্ব, মহানুভবতা, ত্যাগ-তিতিক্ষা এবং বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইতের প্রতি চরম বা একনিষ্ঠ নিরঙ্কুশ আনুগত্যের জন্য ইতিহাসে তাঁর নাম প্রজ্জ্বোল হয়ে থাকবে চিরকাল। কারবালায় তাঁর অশেষ ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য, বীরত্ব ও মহত্ত্ব হযরত আবুল ফজল আব্বাস ইবনে আলী (আ.)-কে পরিণত করেছে ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান কিংবদন্তী বা প্রবাদ পুরুষ।

হযরত ইমাম জাফর সাদিক(আ.) হযরত আবুল ফজলের (আ.) মর্যাদা প্রসঙ্গে বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ইমাম হুসাইনের (আ.) প্রতি অনুগত ছিলেন, আপনি তাঁর সঠিক অবস্থানের স্বীকৃতি দিয়েছিলেন এবং আল্লাহর এই হুজ্জাত তথা  নিজ ইমামের প্রতি বিশ্বস্ত থেকেছেন ও তাঁর কল্যাণকামী ছিলেন। আপনার এতসব কষ্ট ও ত্যাগ-তিতিক্ষার জন্য আল্লাহ আপনাকে শহীদদের মধ্যে স্থান দিয়েছেন এবং আপনার আত্মা বা মন-প্রাণকে সৌভাগ্যবান আত্মাদের সঙ্গী করেছেন।

পবিত্র কোরআনে এসম্পর্কে বলা হয়েছে: «أَیُّهَا الَّذینَ آمَنُوا أَطیعُوا اللَّهَ وَ أَطیعُوا الرَّسُولَ وَ أُولِی الْأَمْرِ مِنْکُم؛

হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূল ও তোমাদের মধ্যে যারা নির্দেশক, তাদের আনুগত্য কর ;

সত্য হল এই যে, এর উদ্দেশ্য মাসুম ইমামগণ। কেননা, আল্লাহ যেভাবে নিজের ও নিজ রাসূলের শর্তহীন আনুগত্যের নির্দেশ দান করেছেন, সে একইভাবে তাঁদের শর্তহীন আনুগত্যও সমুদয় বান্দার ওপর ফরজ করেছেন। এভাবে তাঁরা আল্লাহ ও রাসূলের প্রতিনিধি সাব্যস্ত হন এবং তাঁদের মাসুম হওয়াও আবশ্যক হয়। কেননা, একদিকে এ কথা বিবেক গ্রহণ করতে পারে না যে, আল্লাহ গুনাহগারদের অনুগত হতে আদেশ করবেন। অন্যদিকে মহানবী (সা.)-এর বংশের বার ইমাম ভিন্ন কোন ব্যক্তিই এরূপ নিষ্পাপত্বের দাবি করতে পারে না।

আর হযরত আব্বাস(আ.) পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী তার যুগের ইমামের প্রতি শর্তহীন আনুগত্য প্রকাশ করেছেন।

কারবালার ঘটনায় হযরত আবুল ফজল আব্বাস (আ.)'র অশেষ আত্মত্যাগ, আনুগত্য  ও বীরত্ব তাঁকে পরিণত করেছে এই বিপ্লবের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে এবং খোদায়ী আনুগত্যের অমর প্রতীকে। তিনি ছিলেন কারবালায় ইমামের বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ও পতাকাবাহী।

আর এ জন্যই তার শাহাদাতের পর ইমাম হুসাইন(আ.) বলেছিলেন, এখন আমার কমর ভেঙ্গে গেছে।

ট্যাগ্সসমূহ: হযরত ، ইমাম ، আব্বাসের
captcha