বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রদর্শনী শনিবার ও রবিবার (১৮ ও ১৯শে জুন) ভারতের দেরাদুন শহরে অনুষ্ঠিত হয়েছে।
"লিপিকলার দৃষ্টিতে পবিত্র কুরআন" কুরআন প্রদর্শনীতে খেজুর পাতা, চামড়া ও পাথরের সেলটের ওপর হতে লেখা কুরআন শরিফ, ভারতে প্রথম প্রকাশিত কুরআন শরীফ, ভারতের ক্ষুদ্রতম কুরআন শরিফ, 'আওরঙ্গজেব' বর্ণমালায় লিখিত কুরআন এবং প্রাচীন শিল্পকলার সমন্বয়ে লিখিত কুরআন শরীফ উপস্থাপন করা হয়েছে।
দেহদুরান শহরের গভর্নর কৃষ্ণ কান্ত পল উক্ত কুরআন প্রদর্শনী প্রদর্শন করেছেন। প্রদর্শনকালে তিনি বলেন: এ ধরনের শৈল্পিক ক্যালিগ্রাফি বিশ্বের অন্য কোন ভাষায় দেখা যায় না।
তিনি আরও বলেন: আমাদের এই শিল্পকে আরও উন্নত করতে হবে এবং প্রাচীন সভ্যতাকে সংরক্ষিত করতে হবে। আর এজন্য আমাদের যুবকদের প্রশিক্ষণ দিতে হবে।