বার্তা সংস্থা ইকনা: ইরাকের সুন্নি জামিয়াত উলেমা প্রধান "খালিদ আল-মোল্লা" সেদেশের আস-সুমারিয়া নিউজ চ্যানেলে এক সাক্ষাতকারে বলেন: "ইরাকী হামাস" সংগঠনের সদস্যরা বাসরা প্রদেশের বেশ কয়েকজন সুন্নি নেতাকে হত্যা করেছে।
তিনি বলেন: ইরাকের সুন্নি আলেম "আবদুল্লাহ আদনান'ও এই সংগঠনের হাতে নিহত হয়েছেন।
আল-মোল্লা বলেন: এছাড়াও ইরাকী হামাস অপর চার জন্য সুন্নি শেখের ওপর হামলা করেছিল ইরাকী হামাস সংগঠন। এই হামলায় এক জন শেখ অলৌকিক ভাবে বেঁচে যান।
ইরাকের সুন্নি জামিয়াত উলেমা প্রধান বলেন: ইরাকী হামাসের অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে শেখ ইউসুফ আর-রাশেদকে হত্যা করা। হামলার পূর্বে আক্রমণকারীরা তার সেলফোনে আয়াতুল্লাহ সিস্তানীকে সমর্থন করার জন্য হুমকি প্রদান করেছিল। আয়াতুল্লাহ সিস্তানি সেদেশে বাসিজ (স্বেচ্ছাসেবী) সংগঠন নির্মাণের জন্য ফতোয়া জারি করেন; আর এই ফতোয়ার ওপর গুরুত্বারোপ করেন শেখ ইউসুফ আর-রাশিদ। আয়াতুল্লাহ সিস্তানিকে সমর্থন করার জন্য তাকে ফোনে হুমকি দেওয়া হয়।
তিনি বলেন: আল রাশেদ ও তার সঙ্গীরা স্মোকড জানালা বিশিষ্ট গাড়িতে চড়ে যাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা গাড়িতে হামলা চালায়। হামলার পরে বুঝতে পারে যে, গাড়িতে থাকা কয়েক জন্য ব্যক্তি জীবিত রয়েছে। আর এজন্য সন্ত্রাসীরা কাছে যে সকলকে টার্গেট করে গুলি করে। আর এজন্য জীবিত থাকা সঙ্গীরা এক সন্ত্রাসীতে চিনতে পারে। সন্ত্রাসীদের এই হামলায় সকলে নিহত হয়; তবে আর রাশেদের এক সঙ্গী অলৌকিক ভাবে জীবিত থাকেন।
Iqna