IQNA

আগামীকাল আলজেরিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

19:41 - June 30, 2016
সংবাদ: 2601094
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামীকাল (১ম জুলাই) অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামীকাল মাগরিবের নামাজের পর ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম আগামী কাল ঘোষণা করা হবে।

১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৭শে জুন ৫৬টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হয়েছে। হেফজ, তাজবিদ ও তাফসির বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারীকে ১০ লাখ আলজেরীয় দিনার, দ্বিতীয় স্থানের অধিকারীকে ৮ লাখ আলজেরীয় দিনার, তৃতীয় স্থানের অধিকারীকে ৫ লাখ আলজেরীয় দিনার প্রদান করা হবে।

বলাবাহুল্য, উক্ত প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি "মোহাম্মাদ রাসূল তাকবিরী" হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন। তিনি মঙ্গলবারে (২৮শে জুন) নির্ভুলভাবে বিচারকদের প্রশ্নের উত্তর প্রদান করেছেন।

iqna


captcha