IQNA

মিশরের বিখ্যাত কারি আহমাদ নায়িনায়া'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

19:14 - July 05, 2016
সংবাদ: 2601135
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিশরে "আল-হানুস সামায়" শিরোনামে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেছেন দেশটির বিশ্ব বিখ্যাত কারি আহমাদ নায়িনায়।

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ৩ জুলাই "আল-হানুস সামায়" কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত কারি আহমাদ নায়িনায় কুরআন তিলাওয়াত করেন। অধ্যাপক আহমাদ নায়িনার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইকনার দর্শদের জন্য উপস্থাপন করা হল।

iqna



ট্যাগ্সসমূহ: মিশর ، আজহার ، কুরআন ، সুললিত ، ইকনা
captcha