মরহুম আগা শারাফি বলেন, আমি তাবলিগের জন্য সারা দেশে ঘুরে বেড়াতাম। একবার রমজান মাসে শেখ রজব আলী খাইয়াতের সাথে সাক্ষাত করলাম। তিনি বললেন: প্রথমে সদকা দিয়ে ৪০ দিন রোজা রাখবেন এবং সূরা তালাকের এই আয়াতটি «و من یتق الله» তিলাওয়াত করবেন। তাহলে ইমাম মাহদীর বিশেষ অনুগ্রহ লাভ করতে পারবেন।
সূরা তালাকের ৩ নং আয়াতে বর্ণিত হয়েছে: এবং তাকে তার ধারণাতীত স্থান হতে জীবনোপায় দান করেন। আর যে আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট; নিশ্চয় আল্লাহ তাঁর কর্ম পূর্ণরূপে সম্পাদন করেন; নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বস্তুর জন্য এক মাত্রা নির্ধারণ করেছেন।
শেখ রবজ আলী খাইয়াত বলেন: আপনারা যখন এই আমলটি করবেন তখন কোন পার্থিব কিছু চাইবেন না বরং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করবেন।
মরহুম আগা শারাফি বলেন: আমি এই আমলটি শুরু করি কিন্তু শেষ পর্যন্ত পৌছাতে পারি নি। তবে আমার বন্ধু আমলটি শেষ পর্যন্ত করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি যখন মাশহাদে ইমাম রেজার(আ.) মাজারে যান তখন তিনি ইমামের নূরকে অনুভবক করেন এবং এভাবে এক পর্যায়ে তিনি ইমামকে দেখার সৌভাগ্য অর্জন করেন এবং তার সাথে কথা বলার যোগ্যতা অর্জন করেন।