বার্তা সংস্থা ইকনা: সিঙ্গাপুরের মুসলিম সংস্থার সভাপতি "ইয়াকুব ইব্রাহীম" শুক্রবার (১৫ই জুলাই) ঘোষণা করেছে: মনোযোগপূর্বক অধ্যয়ন বাস্তবায়নের জন্য এই ছোট্ট দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
তিনি বলেন: একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছে।
ইয়াকুব ইব্রাহীম আরও বলেন: মুসলমানেরা যেভাবে সিঙ্গাপুর ইসলামী কাউন্সিল (Muis), কল্যাণ সংগঠন ও ইসলামী বিদ্যালয় নির্মাণ ও প্রসরের ক্ষেত্রে সহযোগিতা করেছে; ঠিক সেভাবে এই বিশ্ববিদ্যালয় নির্মাণের ক্ষেত্রেও সহযোগিতা করবে।
তিনি বলেন: ইসলামিক স্কুলের যে সকল শিক্ষার্থী ইসলামিক বিষয় নিয়ে তাদের লেখাপড়া চালিয়ে যেতে চায়, অধিকাংশ ক্ষেত্রে তারা মধ্যপ্রাচ্যের দেশসমূহের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এসকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে গড়ে তুলতে সহায়তা করে; সিঙ্গাপুরের ইসলামি সমাজে ধর্মীয় নেতার প্রয়োজন রয়েছে। যাতে করে অন্য দেশের সাথে তাল মিলিয়ে এই দেশেরও পরিবর্তন হয়।
ইয়াকুব ইব্রাহীম বলেন: মধ্যপ্রাচ্যে ইসলামিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক বিষয়ে যেসকল ক্লাস নেওয়া হয়, সেগুলোই এই বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হবে।
তিনি বলেন: সিঙ্গাপুরের শিক্ষকগণ বর্তমান সময়ে আঞ্চলিক বিভিন্ন সমস্যার সাথে পরিচিত এবং এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন রয়েছে।
ইয়াকুব ইব্রাহীম আশা প্রকাশ করে বলেছেন: সিঙ্গাপুরে ইসলামিক উদ্দেশ্য সফলের জন্য এই নতুন ধারণা অতি কার্যকর হবে।
iqna