IQNA

মিশরে স্বর্ণের কালি দিয়ে লেখা হয়েছে পবিত্র কুরআন

23:55 - July 26, 2016
সংবাদ: 2601271
আন্তর্জাতিক ডেস্ক: স্বর্ণের কালি দিয়ে লেখা কুরআন শরিফের পাণ্ডুলিপিটি ২৫মে জুলাই সেদেশের মিনিয়া শহরের সংস্কৃতি প্রাসাদের এক্সিবিশন হলে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মিনিয়া শহরের সংস্কৃতি প্রাসাদের এক্সিবিশন হলের সভাপতি 'রানিয়া আলাভি' এ ব্যাপারে বলেন: এই প্রদর্শনীতে অন্যান্য মূল্যবান কুরআন শরিফের পাণ্ডুলিপির সাথে স্বর্ণের কালি দিয়ে লেখা কুরআন শরিফের পাণ্ডুলিপিটিও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।

তিনি বলেন: বিশ্বের বিখ্যাত ২২ জন ক্যালিগ্রাফিক এবং কারুশিল্পী এই কুরআন শরিফটি লিখেছেন। এদেরে মধ্যে মিশরের ক্যালিগ্রাফিক এবং কারুশিল্পী আহমেদ ফাতহী তালাবাত, আহমেদ আল-কাশিরী, মোহাম্মাদ আল-শাহাবী রয়েছেন।

কালি দিয়ে লেখা কুরআন শরিফের পাণ্ডুলিপিটি লেখার সময় মিনিয়ার সংস্কৃতি প্রাসাদের আরবি ক্যালিগ্রাফি বিভাগ তত্ত্বাবধায়ন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, উক্ত প্রদর্শনীর বিশেষ অতিথি হিসেবে মিশরীয় ক্যালিগ্রাফি ইউনিয়নের প্রধান 'খুজাইর আল-বুর সায়িদি' এবং মিশরের শিল্পী এবং "আল-আহরাম" পত্রিকার সাংবাদিক "মোহাম্মাদ আল-মাগরেবী" উপস্থিত ছিলেন।

iqna


ট্যাগ্সসমূহ: মিশর ، কুরআন ، ইকনা
captcha