IQNA

আবুধাবি মসজিদে কুরআন শিক্ষার নতুন কোর্স

17:43 - August 23, 2016
সংবাদ: 2601442
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: হেফজ ও তাজবিদ বিষয়ক দ্বিতীয় প্রশিক্ষণ কোর্স আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি’র ‘শেইখ যায়েদ’ মসজিদে শুরু হতে যাচ্ছে।
WAM এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ প্রশিক্ষণ কোর্স আবুধাবি’র শেইখ যায়েদ মসজিদের উদ্যোগে নারী ও পুরুষ দুই বিভাগে ৩ মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হেফজ ও তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ধারবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এ কোর্সটি।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা আগস্ট মাসের শেষ নাগাদ শেইখ যায়েদ মসজিদের ওয়েব সাইটে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও ওয়াকফ বিষয়ক বিভাগের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের তত্ত্বাবধানে থাকবেন মসজিদের পেশ ইমাম ‘ইদ্রিস আবু বাকার’ ও ‘ইয়াহিয়া ইশান’সহ বেশ কয়েকজন হেফজ বিষয়ক প্রশিক্ষক।#3524862

captcha