IQNA

সুইডেনে মসজিদ অবমাননা

17:08 - September 03, 2016
সংবাদ: 2601508
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে’র একটি মসজিদের দরজা ও দেয়াল বিভিন্ন অবমাননাকর বাক্য লিখেছে ইসলাম বিদ্বেষীরা।

আনাতোলি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সুইডেনের রাজধানী স্টকহোমে’র একটি মসজিদের দরজা ও দেয়ালে বিভিন্ন অবমাননাকর বাক্য লিখেছে ইসলাম বিদ্বেষীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুইডেনে ইসলাম বিরোধিরা মসজিদের দরজা ও দেয়ালে ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর কিছু বাক্য লিখে গেছে।

স্টকহোম পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এটা নিয়ে বেশ কয়েকবার সুইডেনে ইসলাম বিদ্বেষীদের হিংসার শিকার হল মসজিদ। অথচ আগে ইসলাম বিরোধী এ ধরনের পদক্ষেপ কখনই দেখা যায়নি।

বলাবাহুল্য, বিশেষজ্ঞদের অনেকে, সুইডেনে ইসলামভীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে মুসলমানদের বিরুদ্ধে এ দেশের গণমাধ্যমের অবস্থানকে দায়ী করছেন।#3527303


captcha