IQNA

অক্সফোর্ডে ‘মুসলিম যুবকদের নেতৃত্ব’ বিষয়ক সম্মেলন

10:34 - September 12, 2016
সংবাদ: 2601555
আন্তর্জাতিক ডেস্ক: ‘মুসলিম যুবকদের নেতৃত্ব’ শীর্ষক সম্মেলন ব্রিটেনের অক্সফোর্ড শহরের ‘অক্সফোর্ড ইসলামিক স্ট্যাডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

Islamic news ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: নিজেদের দক্ষতা বৃদ্ধি’র লক্ষ্যে যুবকদেরকে উদ্বুদ্ধ করার নিমিত্তে এবং তাদেরকে প্রভাবিত করে এমন বিষয়াদি সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ দানের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সামাজিক উন্নয়নে মুসলিম যুবকদেরকে তাদের দক্ষতা ও প্রতিভা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি ১০ দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এতে মন্ত্রী, রাজনৈতিকবিদ, পার্লামেন্টের সদস্য, ব্যবসা ও আইন বিষয়ে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাসহ বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্রিটেনের গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

আইসেসকো’র প্রধান ‘আব্দুল আযিয উসমান আত-তুওয়াইজেরি’ এ সম্মেলনে উপস্থিত হয়ে, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান, শান্তিপূর্ণ সহাবস্থান ও আন্তঃসংস্কৃতি বিষয়ক সংলাপের বিষয়ে তাগিদ দেন।

প্রসঙ্গত, অক্সফোর্ড ইসলামিক স্ট্যাডি সেন্টার, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত একটি কেন্দ্র। এটি ১৯৮৫ সালে ইসলাম ও ধর্ম বিষয়ক স্ট্যাডি’র উদ্দেশ্যে এ প্রতিষ্ঠিত হয়।#3529625


captcha