আল-আলাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: চলতি বছরে আরাফাহ’র দিনের বিশেষ খোতবা সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আযিয আলুশ শেইখের দেয়ার কথা থাকলেও তার পরিবর্তে মসজিদুল হারামের খতিব ‘আব্দুর রহমান আস-সুদাইস’ খোতবা প্রদান করেন।
ই-দৈনিক রাইয়াল ইয়াওম লিখেছে: সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আযিয আলুশ শেইখ দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম আরাফাহ’র খোতবা দিতে অপারগতা প্রকাশ করে বলেন, তার কণ্ঠ জনিত সমস্যার কারণে তিনি খোতবা পাঠ করতে পারবেন না। আরাফাহ’র মত গুরুত্বপূর্ণ দিনে সৌদি আরবের দরবারি মুফতি’র খোতবা প্রদানে অপারগতা বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে ইতিমধ্যে।
কিছুদিন পূর্বে সৌদি আরবের এ দরবারি মুফতি দৈনিক মক্কা’কে দেয়া এক সাক্ষাতকারে ইরানিদেরকে অমুসলিম ও অগ্নিউপাসকদের উত্তরসূরী বলে আখ্যায়িত করেছিলেন।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাইয়াল ইয়াওম আরো লিখেছে: বলা হচ্ছে যে, স্বয়ং সৌদি রাজা সালমান বিন আব্দুল আযিযে’র নির্দেশে খোতবা প্রদান করেননি সৌদির দরবারি এ মুফতি। কেননা এ মুফতির ইরান বিরোধী মন্তব্য সৌদি অভ্যন্তরেও ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। মুফতি ঐ মন্তব্যে ইরানিদেরকে তাকফির তথা কাফের আখ্যায়িত করেছিলেন।
এদিকে, তাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা আব্দুর রহমান আল-সুদাইস তার খোতবাতে, আরাফাহ’র দিনে গত ৩৫ বছর ধরে খোতবা দানের জন্য মুফতি’র প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, সৌদি গ্রান্ড মুফতি’র ইরানের জনগণ বিরোধী ঐ মন্তব্যকে প্রথম প্রকাশকারী দৈনিক মক্কাও প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে।#3529761