IQNA

সুললিত কণ্ঠে আব্দুল বাসিতের কুরআন তিলাওয়াত

18:53 - September 15, 2016
সংবাদ: 2601574
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববরেণ্য ক্বারি 'আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ' বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। আব্দুল বাসিত তার সুললিতকণ্ঠে পবিত্র কুরআনের সুমিষ্ট তেলাওয়াতে তাবৎ বিশ্বকে মুগ্ধ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের এই ক্বারি সেদেশের উরমিনাট শহরে কুরআন তিলাওয়াত করেছেন। ১৯৭৮ সালে উরমিনাট শহরে বিশ্ববরেণ্য ক্বারি আব্দুল বাসিত পবিত্র কুরআনের সূরা কাফের ৩১ থেকে ৪৫ নম্বর আয়াত এবং সূরা ইনফিতার, সূরা বালাদ, সূরা দুহা, সূরা ইনশিরাহ, সূলা তীন এবং সূরা কাদর তিলাওয়াত করেছেন।
মিশরের উরমিনাট শহরে আব্দুল বাসিতের কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।



captcha