IQNA

সৌদি আরবে কুরআন প্রিন্টিং প্রেস থেকে কর্মচারীদের বরখাস্ত

21:15 - September 29, 2016
সংবাদ: 2601657
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশটির অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: মদিনায় বাদশাহ ফাহাদের কুরআন প্রিন্টিং অ্যাসেম্বলির ১৩০০ কর্মীকে গতকাল (মঙ্গলবার) কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সৌদি ওজিয়া কোম্পানির কর্মকর্তারা তাদের কর্মীদের বলেছেন, আপনারা দ্রুত হিসাব নিকাশ মিটিয়ে বিদায় হোন।
এই কোম্পানির কর্মচারীরা গত কয়েকমাস ধরে কোন বেতন পাচ্ছেন না। তারপর আবার বরখাস্তের খবর শুনে তারা সবাই অবাক ও হতাশ হয়ে গেছেন।
বহু কর্মচারী তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য উকিল ধরেছেন।
সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন পাচ্ছেন না। তার মেধ্য রয়েছে কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্মীরা তাদের বেতন আদায়ের জন্য বিক্ষোভও করেছেন।
এছাড়াও আশ শারিয়া অঞ্চলের একটি বড় কোম্পানির কর্মচারীরা গত কয়েকমাস ধরে কোন বেতন পাচ্ছেন না। তারা এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং সকল সড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকরা গত ছয় মাস থেকে তাদের বেতন-ভাতা পাচ্ছেন না।
iqna


ট্যাগ্সসমূহ: সৌদি ، আরব ، কুরআন ، ইকনা ، মদিনায় ، বাদশাহ
captcha