IQNA

নামায আদায়ের সময় নামাজিকে যে বিষয়ের প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন

19:10 - September 30, 2016
সংবাদ: 2601668
রাসূল (সা.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, যখন নামায আদায় করবে, তখন কপালকে মাটিতে উত্তমভাবে স্পর্শ করাবে এবং এমন ধারণা করবে যে এটাই হয়তো তোমার জীবনের শেষ নামায।


 শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: নামায সম্পর্কে যে সব হাদীস ও রেওয়ায়ত বর্ণিত হয়েছে; তম্মধ্যে একটি রেওয়ায়ত নামায আদায়কারীর বিনয়ী ও নম্রতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে, নামায আদায়ের ক্ষেত্রে নিজের মধ্যে এমন এখলাস ও বিনয়ী অবস্থার সৃষ্টি করতে হবে, যাতে ধারণা করা যেতে পারে যে, এটাই তার শেষ নামায। অর্থাৎ মানুষ যখন কারও নিকট থেকে শেষ বিদায় নেয়, তখন সে তার মধ্যে বিদ্যমান ভক্তিকে পরিপূর্ণভাবে প্রকাশ করে। তাই যদি নামায আদায়কারী নামাযের ক্ষেত্রে এমন বিশ্বাস গড়ে তোলে যে, এটা তার জীবনের শেষ নামায তাহলে সে আল্লাহর প্রতি চূড়ান্ত বিনয় ও এখলাস নিবেদন করতে উদ্যত হবে।

আমিরুল মু'মিনিন আলী (আ.) বলেছেন যে, যখন তোমাদের মধ্যে কেউ নামাযে দাঁড়াবে, তখন সে যেন এমনভাবে দণ্ডায়মান হয় যে, এটাই তার বিদায়ী নামায। - শাবিস্তান
captcha