IQNA

মসজিদ পরিদর্শন বাধ্যতামূলক

18:49 - November 01, 2016
সংবাদ: 2601868
আন্তর্জাতিক ডেস্ক: স্কুল ছাত্রদের জন্য মসজিদ পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তথ্য জার্মানীর কিল শহরের শিক্ষা মন্ত্রণালয়ের।

এক্সপ্রেসের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: স্কুলের পক্ষ থেকে আয়োজিত স্থানীয় একটি মসজিদ পরিদর্শন কর্মসূচীতে অংশগ্রহণে বাধা প্রদান করায় আদালতে হাজির হতে হয়েছে জার্মান এক দম্পতিকে। চলতি সপ্তাহে কিল শহরের শিক্ষা বিভাগ মসজিদ পরিদর্শনকে স্কুলগুলোর শিক্ষা কার্যক্রমের বাধ্যতামূলক অংশের অন্তর্ভুক্ত করেছে।

ঐ দম্পতি দাবী করেছিলেন যে, সম্প্রতি বছরগুলোতে মুসলমানদের সাথে ওঠাবসার ফলে তার সন্তানের মাঝে কঠোরতা পরিলক্ষিত হচ্ছিল। আর তাই তারা তাদের সন্তানকে মসজিদ পরিদর্শন কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেয়নি।

কিল শহরের শিক্ষা বিভাগ আরো জানিয়েছে: যখন সকল সহপাঠী মসজিদ পরিদর্শনে যাবে তখন কেউ ক্লাসে বসে থাকতে পারবে না। এ সকল পরিদর্শনে মুসলিম সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, জার্মানীর আইন অনুযায়ী যে বাবা-মা সন্তানদেরকে ক্লাসে অংশগ্রহণ করতে বাধা দেয় তারা জরিমানার মুখে পড়ে।#3542592


captcha