IQNA

নাইজেরিয়ায় মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা

19:09 - November 04, 2016
সংবাদ: 2601882
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজায় সেদেশের সরকারী প্রতিষ্ঠানের সামনে শিয়া মুসলমানেরা শান্তিপূর্ণ বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনী হামলা চালায়। শিয়া মুসলমানদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সহিংসতার ফলে ৪ জন আহত হয়েছে।
নাইজেরিয়ায় মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার মুসলিম নেতা 'আল্লামা শেখ জাকজাকি' এবং তার স্ত্রী ও কয়েক জন নিকটবর্তী লোকের মুক্তির দাবীতে শিয়া মুসলমানেরা দেশটির সরকারী প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। মুসলমানদের শান্তিপূর্ণ মিছিলে সেদেশের নিরাপত্তা বাহিনী ও পুলিশ হামলা চালায়।
হাসপাতালের উৎস জানিয়েছে, আহতদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত কোন সরকারী কর্মকর্তা এই হামলার কারণ ব্যক্ত করেনি।
বিক্ষোভকারীরা মিছিল প্রদর্শনের মাধ্যমে আল্লামা শেখ জাকজাকির মুক্তি এবং সেদেশের সামরিক বাহিনীর হিংস্র ও অমানবিক আচরণ বন্ধের দাবী জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আবুজার দাঙ্গা পুলিশ বিক্ষোভ মিছিলে হামলা করে কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ার শিয়া অধ্যুষিত এলাকায় এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে।
২০১৫ সালের ১৩ই ডিসেম্বর নাইজেরিয়ার জারিয়া শহরের 'বাকিয়াতুল্লাহ' নামক হুসাইনিয়াতে সেদেশের সামরিক বাহিনী হামলা চালিয়ে হুসাইনিয়া সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। সামরিক বাহিনীর এই হামলায় অনেকেই আহত ও নিহত হয়েছে। এছাড়াও ঐ সময় সামরিক বাহিনীর সদস্যরা আল্লামা শেখ জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে।
iqna


captcha