IQNA

ড. লারিজানি;

মুসলিম বিশ্বকে দুর্বল করতে সন্ত্রাসবাদ বিস্তার করছে ইসরাইল

0:18 - November 07, 2016
সংবাদ: 2601898
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (৬ নভেম্বর) তেহরানে তিউনিসিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মুসলিম বিশ্বকে দুর্বল করার জন্য ইহুদিবাদী ইসরাইল সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার নীতি গ্রহণ করেছে।
মুসলিম বিশ্বকে দুর্বল করতে সন্ত্রাসবাদ বিস্তার করছে ইসরাইল
বার্তা সংস্থা ইকনা: বৈঠকে ড. লারিজানি আরও বলেন, মুসলিম বিশ্বের শক্তি দুর্বল করতে ইসলাম ধর্মের বিভিন্ন মাজহাবের মধ্যে বিভেদ উসকে দেয়ার লক্ষ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম দেশগুলোর অরও অনেক সচেতন ও সতর্ক হতে হবে।

তিনি বলেন, ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী। কিন্তু কয়েকটি দেশের অপরিপক্ব চিন্তা ও দৃষ্টিভঙ্গির কারণে ইসলামি ঐক্য বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় তিউনিসিয়ার সংসদীয় প্রতিনিধি দলের প্রধান মোবারাকা আল বারাহামি বলেন, পাশ্চাত্যের গণমাধ্যম সব সময় অবাস্তব তথ্য প্রচার করে ইরান সম্পর্কে ভয়-ভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা করে। মুসলিম বিশ্বে অনৈক্য সৃষ্টিও তাদের একটি এজেন্ডা। ইয়েমেনে সৌদি আগ্রাসনেরও নিন্দা জানান তিনি।

সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, বাশার আসাদের নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং বিপদের সময় আসাদের পাশে থেকে ইরান প্রশংসনীয় কাজ করছে।

iqna


captcha