
ব্রেকিংনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ঘোষণার পরদিন থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে মুসলিম নারীদের লক্ষ্য করে হামলা। গত বুধবার ক্যালিফোর্নিয়ায় মুসলিম নারীদের লক্ষ্য করে হামলা চালায় বেশ কয়েকজন দুর্বৃত্ত। আক্রান্তকারীরা একে হেইট ক্রাইম বলেছে। বৃহস্পতিবার পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এএফপি।
পুলিশের মুখপাত্র রোনাল্ড ব্রোসার্ড বলেন, সানডিয়াগো বিশ্ববিদ্যালয়ে দুই দুর্বৃত্ত এক মুসলিম নারীর সঙ্গে তর্ক শুরু করে দেয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পর রিপাবলিকানদের সমালোচনা করলে ওই নারী আক্রান্ত হন। শিক্ষার্থী ওই নারীর গাড়ি চুড়ি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আক্রমণের সময় ওই নারীর পার্স খোয়া যায়। আক্রামণের শিকার নারী হিজাব পড়েছিলেন বলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।
এদিকে সান জোশ বিশ্ববিদ্যালয়ে ঘটে একই ঘটনা। সেখানে এক দুর্বৃত্ত হিজাব পরিহিত এক মুসলিম নারীর ওপর হামলা করে। মুসলিম ওই নারী গাড়ির পার্কিং লটে গেলে পেছন থেকে তার হিজাব টেনে খুলে ফেলে এক দুর্বৃত্ত। তারপর তাকে জোরে ধাক্কা দেয় মাটি ফেলে দেয়। এসব ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা সান জোস ইউনিভার্সিটি পুলিশ।#