বার্তা সংস্থা ইকনা: 'মুহাম্মাদ মুস্তাফা জামালে'র প্রাচীন ও দুর্লভ কুরআন তিলাওয়াতের অংশটি সম্প্রতি ট্রেজার তিলাওয়াত নামের একটি টেলিগ্রামের চ্যানেলে প্রকাশিত হয়েছে।
উক্ত কুরআন মাহফিলে বিশ্ব বিখ্যাত এই ক্বারি পবিত্র কুরআনের সুরা আল-রহমান, সুরা তৌহিদ এবং সুরা বাকারা প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।
'মুহাম্মাদ মুস্তাফা জামাল' মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ১৯৪১ সালে এক কুরআন মাহফিলে তার সুললিত কণ্ঠে এই কুরআন তিলাওয়াত করেন।
মিশরের প্রসিদ্ধ ক্বারির প্রাচীন ও দুর্লভ কুরআন তিলাওয়াতটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
মিশরের প্রসিদ্ধ ক্বারি 'মুহাম্মাদ মুস্তাফা জামালে'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত