IQNA

তাকফিরি সন্ত্রাসীদের দমনে শিয়া মাযহাবের অনুসারীরাই অগ্রণী ভূমিকা রাখছে

14:07 - December 09, 2016
সংবাদ: 2602114
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী ও ইরানের শীর্ষ মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, ওহাবি-তাকফিরি সন্ত্রাসীরা সারা বিশ্বে উগ্রতা ও হিংস্রতার মাধ্যমে মুসলমানদের দুর্নাম ছড়াচ্ছে; এদের দমনে শিয়া মাযহাবের অনুসারীরাই অগ্রণী ভূমিকা রাখছে।
বেইজিংয়ে মিলাদুন্নবী'র (সা.) মাহফিল শুরু

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ মঙ্গলবার ৬ই ডিসেম্বর ইরান সফরত ইন্দোনেশিয়ার একটি প্রতিনিধি দলের  সাথে সাক্ষাতকারে বলেন: মুসলিম উম্মাহ আজ উগ্রপন্থী ও চরমপন্থিদের বর্বরতায় অতিষ্ঠ; তাকফিরি গোষ্ঠী নামে চরমপন্থিরা মুসলিম জাহানে শুধুমাত্র নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে, বাকীদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা দিয়ে নানাবিধ নৃশংসতা ও বর্বরতায় লিপ্ত রয়েছে। আজ সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে তাকফিরি সন্ত্রাসীরা বর্বরতা ও নৃশংসতার যে নজির রেখেছে তা ইতিহাসের যে কোন বর্বরতাকে হার মানিয়েছে।

তিনি বলেন: আমাদের নিকট অসংখ্য নথি-প্রমাণ রয়েছে যে, তাকফিরি সন্ত্রাসীদের উৎপত্তি ও জন্মদাতা হল ওহাবিবাদ। ওহাবিবাদের লালনভূমি সৌদি আরব আজ মুসলিম উম্মাহর মাঝে ভেদাভেদ ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তাকফিরি-ওহাবি সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে। আজ ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী বাহিনী তথা আইএসের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সৌদি আরব।

তিনি বলেন: মুসলিম উম্মাহর জানা উচিত যে, ওহাবি গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে কত জঘন্য অপরাধ কর্মে লিপ্ত রয়েছে। মুসলিম জাহানের প্রায় সব কটি দেশে ওহাবি গোষ্ঠী সৌদি অর্থে নিজেদের উগ্রবাদীর বিস্তার ঘটানোর পায়তারা করছে; তাই প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের এ বিষয়ে বিশেষ সতর্ক থাকা উচিত।

iqna


captcha