IQNA

‘বন্দুকযুদ্ধে’ জঙ্গিনেতা মারজান নিহত

21:39 - January 06, 2017
সংবাদ: 2602308
আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির নেতা ও গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান ও তার এক সঙ্গী নিহত হয়েছে।
মানবজমিনের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির নেতা ও গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান ও তার এক সঙ্গী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তবে নিহতদের আরেকজনের নাম তিনি জানাতে পারেননি। 
কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইউনিট রাতে বেড়িবাঁধ এলাকায় একটি চেকপোস্ট বসায়। রাত ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে ওই দুই জঙ্গি সেখানে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গ্রেনেড ছোড়ে এবং গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে দুইজন আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

captcha