প্রেসটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ আলী আকবার হাশেমি রাফসানজানি গত রোববার (৮ জানুয়ারি) ৮২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন।
এসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের একটি সরকারি টিভি চ্যানেল থেকে আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুর সংবাদ প্রকাশের পর ইরানের বিপ্লব বিরোধী মুনাফিক গোষ্ঠীর অন্যতম নেতার একটি সাক্ষাতকার প্রকাশিত হয়। ঐ সাক্ষাতকারে ইসলামি বিপ্লবে ইমাম খোমেনি (রহ.) এর দীর্ঘদিনের এ সাথীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়।
এদিকে, আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে তাকে ইরানের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের মূখপাত্র।#3561492