IQNA

আয়াতুল্লাহ হাশেমির ইন্তিকালে সমবেদনা জানায়নি যে প্রতিবেশী

21:11 - January 10, 2017
সংবাদ: 2602340
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিপরীতে সৌদি আরব আয়াতুল্লাহ আলী আকবার হাশেমি রাফসানজানির মৃত্যুতে সমবেদনা না জানিয়েই ক্ষান্ত হয়নি বরং ইসলামি বিপ্লবে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে।

প্রেসটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ আলী আকবার হাশেমি রাফসানজানি গত রোববার (৮ জানুয়ারি) ৮২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন।

এসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের একটি সরকারি টিভি চ্যানেল থেকে আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুর সংবাদ প্রকাশের পর ইরানের বিপ্লব বিরোধী মুনাফিক গোষ্ঠীর অন্যতম নেতার একটি সাক্ষাতকার প্রকাশিত হয়। ঐ সাক্ষাতকারে ইসলামি বিপ্লবে ইমাম খোমেনি (রহ.) এর দীর্ঘদিনের এ সাথীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়।

এদিকে, আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে তাকে ইরানের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের মূখপাত্র।#3561492


captcha